স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সরকারের বিরুদ্ধে মৌলবাদ প্রশ্রয়ের অভিযোগ এনে আগামী ২ আগস্ট থেকে সারাদেশে ভোট বর্জনের কর্মসূচি ঘোষণা করেছে। একইসঙ্গে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৩০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক এসব কথা বলেন। রংপুরের গঙ্গাচড়ায় ২২টি হিন্দু পরিবারের ওপর হামলার প্রতিবাদ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
গোবিন্দ প্রামাণিক বলেন, “এই সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদ। হিন্দুদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা না হলে আমরা আর ভোটযজ্ঞে অংশ নেব না।” তিনি জানান, হিন্দু সম্প্রদায়কে সরকার, সংস্কার কমিশন ও উপদেষ্টা পরিষদে যথাযথ প্রতিনিধিত্ব না দিয়ে অবমূল্যায়ন করা হচ্ছে, যা নাগরিক মর্যাদার পরিপন্থী।
তিনি আরও বলেন, “আমরা ভূমিপুত্র হয়েও আজ পরবাসীর মতো বাঁচতে বাধ্য হচ্ছি। নাগরিক মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছি।”
গঙ্গাচড়ায় হিন্দুদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “হামলাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রাষ্ট্রীয় খরচে পুনর্বাসন করতে হবে।”
মানববন্ধনে হিন্দু মহাজোটের সহসভাপতি দুলাল চন্দ্র মণ্ডল, যুগ্ম মহাসচিব হেমন্ত কুমার দাস, বিশ্বনাথ মোহন্ত, শুভ মজুমদার, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মণ, ঢাকা মহানগর সভাপতি শ্যামল ঘোষসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।