বিডিটেলিগ্রাফ ডেস্ক।
রাজধানীর শাহবাগ মোড়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ‘জুলাই যোদ্ধা সংসদ’ ব্যানারে সংগঠিত একদল আন্দোলনকারী। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তারা শাহবাগ মোড়ে জড়ো হয়ে এই কর্মসূচি শুরু করেন।
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও এখনো “জুলাই সনদ” বাস্তবায়ন হয়নি, তাই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। আন্দোলনের নেতৃত্বে রয়েছেন সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আশিকুল ইসলাম এবং প্ল্যাটফর্মের সমন্বয়ক মাজহারুল ইসলাম আপন।
সকাল থেকেই আন্দোলনকারীদের হাতে লাল-সবুজ পতাকা দেখা যায়। অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ মোড় ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহবাগ মোড়ে উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।