স্টাফ রিপোর্টার।
দলীয় শৃঙ্খলা নিশ্চিত ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর অবস্থানে গেছে বিএনপি। মঙ্গলবার (২৯ জুলাই) দলীয় কোন্দল, চাঁদাবাজি, দখলদারি ও সহিংসতার অভিযোগে একদিনেই ২০ নেতাকে বহিষ্কার করা হয়েছে এবং বিলুপ্ত করা হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি।
বিএনপির হাইকমান্ড সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সংগঠনের ভেতর অসন্তোষ ও অপরাধের অভিযোগে ৩ হাজার ২৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৮০০ জন বহিষ্কৃত, ৫০ জনের পদ স্থগিত এবং কয়েকশ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম, ঠাকুরগাঁও, চাঁদপুর ও কুমিল্লাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষে জড়ানো নেতাদের দল থেকে বহিষ্কারের পাশাপাশি ড্যাবের ৮ চিকিৎসকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলটির হাইকমান্ড জানায়, যেকোনো পর্যায়ের নেতাকর্মীই হোন না কেন, দলীয় পরিচয় ব্যবহার করে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টিতে সরাসরি নজর রাখছেন এবং অপরাধীদের তাৎক্ষণিকভাবে বহিষ্কারের নির্দেশ দিচ্ছেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চার হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।