বিডিটেলিগ্রাফ ডেস্ক।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
ঘটনাটি ঘটেছে লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে। বুধবার (স্থানীয় সময়) এক বিবৃতিতে নেভাল এয়ার স্টেশন লেমুর জানায়, দুর্ঘটনার সময় পাইলট সফলভাবে বিমান থেকে বের হয়ে যান এবং তিনি সুস্থ আছেন।
নৌবাহিনী আরও জানায়, এই ঘটনায় কোনো বেসামরিক বা সামরিক ব্যক্তি আহত হননি।
যুদ্ধবিমানটি কী কারণে ভেঙে পড়েছে, তা এখনো নিশ্চিত নয়। ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
বিধ্বস্ত হওয়া এফ-৩৫ যুদ্ধবিমানটি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিন। তবে এই বিষয়ে তারা এখনো কোনো মন্তব্য করেনি।
এফ-৩৫ বিমানকে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে উন্নত এবং ব্যয়বহুল যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়।