বিডিটেলিগ্রাফ ডেস্ক।
জুলাইয়ের রাজনৈতিক অভ্যুত্থান ইসলামী ছাত্রশিবিরের নির্দেশে হয়নি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ছাত্রশক্তি গঠনের সঙ্গে শিবির যুক্ত থাকলেও সেটি কোনোভাবে তাদের ‘ইনস্ট্রাকশনে’ হয়নি। বরং ‘গুরুবার আড্ডা’ পাঠচক্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার থেকে পদত্যাগকারী অংশ এবং জাহাঙ্গীরনগরের একটি স্টাডি সার্কেলের উদ্যোগেই সংগঠনটি গঠিত হয়।
সাদিক কায়েমকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা মিথ্যাচার বলেও মন্তব্য করেন নাহিদ। তাঁর ভাষায়, শিবিরের সম্পৃক্ততা থাকলেও তারা অভ্যুত্থানে নেতৃত্ব দেয়নি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের নির্দেশনা মানা হয়নি।
স্ট্যাটাসে বিএনপি ও তারেক রহমানের সঙ্গে জাতীয় সরকার গঠনের প্রক্রিয়ার কথাও তুলে ধরেন তিনি। জানান, ৫ আগস্ট রাতে প্রেস ব্রিফিংয়ে জাতীয় সরকারের প্রস্তাব দেওয়ার পর তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিষয়টি আলোচনা হয়, যদিও তিনি প্রস্তাবে সম্মত হননি।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, ২ আগস্ট রাতে জুলকারনাইন সায়েররা সামরিক ক্যু করার চেষ্টা করেন এবং ছাত্রনেতাদের চাপ দিয়ে একদফা ঘোষণা দিতে চেয়েছিলেন। এনসিপি তখনই এ অবস্থান নেয় যে, কোনোভাবেই সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেয়া যাবে না।
সবশেষে, সায়েরপন্থীদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করানো, সাদিক কায়েমদের ব্যবহার, এবং এনসিপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ আনেন তিনি।