বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বাংলাদেশে চলমান শ্রাবণের বৃষ্টিপাতের মধ্যে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও অতি ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেটসহ প্রায় সব বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান থেকে আসাম পর্যন্ত বিস্তৃত এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, যা বৃষ্টির প্রবণতা বাড়িয়ে তুলেছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ১ থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে।