বিডিটেলিগ্রাফ ডেস্ক।
চলতি জুলাই মাসে দেশে ২৩৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেশি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮ হাজার ৮৮৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার এই তথ্য জানান। তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৪০ লাখ ডলার।
চলতি বছরে রেমিট্যান্সের ধারাবাহিক প্রবাহ দেখা যাচ্ছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে এসেছে ধারাবাহিকভাবে ২১৮ থেকে ৩২৯ কোটির মধ্যে রেমিট্যান্স। মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।
বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন কোরবানির ঈদ, ডলার রেট এবং হুন্ডি নিরুৎসাহিতকরণে সরকারের নানা পদক্ষেপ এই বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে।