সারাদেশে “ইউনুস হটাও দেশ বাঁচাও” এমন পোস্টার সম্বলিত লে-আউট লাগিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
৩১ জুলাই ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এমন নির্দেশনা সম্বলিত পোস্টটি করা হয়।
পোস্টে কিভাবে পোস্টার থেকে লে-আউট বানানো হবে এবং তা দেয়ালে ছাপানো হবে তিন ধাপে সেই নির্দেশনা দেয়া হয়।
৩ ধাপের কর্মপদ্ধতিতে নির্দেশনা দেয়া হয় কিভাবে পোস্টার থেকে লে-আউট বানাতে হবে এবং দেয়ালে দেয়ালে স্প্রে করে সেই লেআউটটি দেয়ালে লাগিয়ে দেয়া হবে।
ধারনা করা যায় অস্থায়ী পোস্টারের বিকল্প হিসাবে ছাত্রলীগ এমন কৌশল গ্রহন করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের কোটা আন্দোলন ও পরবর্তীতে রুপ নেয়া গন-অভ্যুত্থানে ছাত্রলীগের বিতর্কিত ভূমিকা ও আন্দোলন দমানোর জন্য ছাত্রদের উপর হামলার অভিযোগে সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।