বিডিটেলিগ্রাফ ডেস্ক।
গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে সামান্য খাবার সংগ্রহ করার কিছুক্ষণ পরেই ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয় ‘ছোট্ট আমির’ নামে পরিচিত এক ফিলিস্তিনি শিশু। ১২ কিলোমিটার হেঁটে খালি পায়ে খাবার নিতে আসা এই শিশুটির মৃত্যু ২৮ মে ঘটে বলে জানান সেখানে কর্মরত সাবেক মার্কিন সেনা অ্যান্থনি আগুইলার।
অ্যান্থনি বলেন, শিশুটি তার হাতে চুমু খেয়ে ধন্যবাদ জানিয়েছিল এবং ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। পরে ইসরাইলি বাহিনীর হামলায় তার মৃত্যু হয়। গাজার অন্যান্য দিনের মতোই ছিল সেই দিন, তবে মৃত্যু এসেছিল দ্রুত।