বিডিটেলিগ্রাফ ডেস্ক।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ‘গোপন বৈঠকে’ অংশ নেওয়ার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈঠকে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর মেজর সাদিকুল হককেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ জানিয়েছে, ৮ জুলাই অনুষ্ঠিত বৈঠকে ৩০০–৪০০ জন অংশ নেন, যেখানে শেখ হাসিনাকে ‘ঘোষণার মাধ্যমে’ পুনরায় ক্ষমতায় আনার পরিকল্পনা করা হয়। সেখানে ‘প্রিয় স্বদেশ’, ‘এফ ৭১ গেরিলা’সহ একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ঘটনার পর ১৩ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ। সেনাবাহিনী জানিয়েছে, অভিযুক্ত মেজরের বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।