বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে ৭ সদস্যের চিকিৎসক দল অস্ত্রোপচার করেন। এ সময় তার দুটি ধমনিতে ৪টি বাইপাস করা হয় এবং ৪টি আর্টারির ব্লক অপসারণ করা হয়।
জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, সার্জারির পর আমিরে জামায়াত সুস্থ আছেন এবং বর্তমানে কার্ডিয়াক আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিন দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হবে এবং এক সপ্তাহের মধ্যে বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে। চিকিৎসকদের মতে, তিন সপ্তাহের মধ্যেই তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে পারবেন।
গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরবর্তীতে পরীক্ষায় তার হার্টে ৫-৬টি ব্লক ধরা পড়ে, যার মধ্যে তিনটি প্রায় ৮৫ শতাংশ বন্ধ ছিল।
তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে জামায়াতে ইসলামী।