পঞ্চগড়ে ছাত্রশিবিরের স্মরণকালের বৃহত্তম বিক্ষোভ
ওয়াহেদুল করিম, পঞ্চগড়
জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং “জুলাই সনদ” ঘোষণার আহ্বানে পঞ্চগড়ে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (২ আগস্ট) বিকেলে জেলা শাখার উদ্যোগে ব্যারিস্টার বাজার থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ছাত্রশিবিরের জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবুল বাশার বসুনিয়া, তোফায়েল প্রধান, জুলফিকার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি, শহীদ আবু ছায়েদের সন্তান মামুন ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদ ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “এক বছর হয়ে গেলেও জুলাই হত্যাকাণ্ডের কোনও দৃশ্যমান বিচার হয়নি। ইন্টিরিম সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং এখনো স্বৈরাচারের দোসরেরা পঞ্চগড়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না। অতীতে মিথ্যা অভিযোগে বিএনপি-জামায়াত-শিবিরের নেতাকর্মীদের পুলিশ নির্বিচারে গ্রেপ্তার করত।”
তারা আরও বলেন, “খুনি হাসিনা পালিয়ে গেলেও তার দোসরেরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অতীতেও রাজপথে জীবন দিয়ে আন্দোলন চালিয়েছে, আগামীতেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”
বক্তারা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। একই সঙ্গে, দ্রুত “জুলাই সনদ” ঘোষণা ও বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায়, নতুন করে রাজপথে আন্দোলনের ঘোষণা দেন তারা।