দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি।
সাবেক খাদ্য প্রতিমন্ত্রী, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের দুবারের সংসদ সদস্য, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কোরবান আলীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ।
তিনি ২০১৬ সালের ২ আগষ্ট কোরবান আলী চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন।
কোরবান আলীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আল্লারদর্গাস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন। মরহুম কোরবান আলীর ছেলে ও কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল তার বাবার আত্মার মাগফেরাত কামনা করে দৌলতপুরবাসীর নিকট দোয়া কামনা করেছেন।