চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মুমতাহিনা করিম মীম যুক্তরাষ্ট্রের হেনড্রিক্স কলেজ থেকে মর্যাদাপূর্ণ ‘হেইস মেমোরিয়াল স্কলারশিপ’ অর্জন করেছেন। এটি একটি ফুল-রাইড স্কলারশিপ, যা প্রতি বছর বিশ্ব থেকে মাত্র চারজন শিক্ষার্থীকে দেওয়া হয়। এ বছর যুক্তরাষ্ট্রের বাইরের দেশ থেকে সুযোগ পাওয়া একমাত্র শিক্ষার্থী মীম।
হেনড্রিক্স কলেজ ছাড়াও যুক্তরাষ্ট্রের আরও ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে অফার পেয়েছেন তিনি। সব মিলিয়ে তার প্রাপ্ত স্কলারশিপের পরিমাণ প্রায় ৩৬ কোটি টাকা। তবে তিনি হেনড্রিক্স কলেজেই কম্পিউটার সায়েন্স (ডুয়েল-ইঞ্জিনিয়ারিং) প্রোগ্রামে পড়বেন। আগামী ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
মীম চট্টগ্রাম নগরের অংকুর সোসাইটি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং কাপাসগোলা মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। প্রযুক্তির প্রতি ভালোবাসা ও নেতৃত্বগুণের প্রমাণ রেখে তিনি সপ্তম শ্রেণিতে নিজস্ব ওয়েবসাইট তৈরি এবং নবম শ্রেণিতে ৬৫ সদস্যের প্রোগ্রামিং ক্লাব প্রতিষ্ঠা করেন। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় পুরস্কার জেতার পাশাপাশি করোনা মহামারিতে ‘কিবো’ নামের খাবার পরিবেশনকারী রোবট নির্মাণ করে আলোচনায় আসেন।
নিজের সাফল্যের বিষয়ে মীম বলেন, “সহশিক্ষা কার্যক্রম আমার পরিচয়ের বড় অংশ। মা-বাবা ও শিক্ষকদের অনুপ্রেরণা এবং ধাপে ধাপে প্রস্তুতির মাধ্যমেই আজকের এই অর্জন।