বিডিটেলিগ্রাফ ডেস্ক।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনকে (ইসি) ‘মেরুদণ্ডহীন’ প্রতিষ্ঠান আখ্যা দিয়েছে। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, ইসির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে তারা দেখছেন, প্রতিষ্ঠানটি সামরিক ও দলীয় প্রভাবমুক্ত নয়।
তিনি অভিযোগ করেন, অতীতে জনগণকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, আর এখন ভোট “নেওয়ার” অধিকার থেকেও বঞ্চিত করার চেষ্টা চলছে। এনসিপি এখনো ইসির দুর্বলতা ও ভুল তুলে ধরে সংশোধনের সুযোগ দিচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, “যদি সামরিক বা দলীয় প্রভাবে ইসি মেরুদণ্ড বিকিয়ে দেয় এবং ভোট নিতে না দেয়, তাহলে হয়তো আমরা অংশ না নেওয়ার সিদ্ধান্তে যাব।”
নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। “যদি ভোট নিতে না দেওয়া হয়, জনগণ ভোট দিতে এলে বাধা দেওয়া হয়, তাহলে অংশ নেওয়ার কোনো মানে নেই,” যোগ করেন নাসীরুদ্দীন।
এ সময় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। জহিরুল জানান, নিবন্ধনের আবেদনের পর ইসির দেওয়া পর্যবেক্ষণের ভিত্তিতে কিছু নতুন নথি আজ জমা দেওয়া হয়েছে।