1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের লাশ উদ্ধার - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ডা. রুহুল আমিন উত্তরায় উদ্বোধন ‘মুগ্ধ মঞ্চ’: গণতন্ত্র ও স্মৃতির মিলনস্থল দেশের মানুষ পরিবর্তন চায়, বাস্তবায়ন হবে অগ্রাধিকার: তারেক রহমান অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা; টিমে থাকছে যারা! ফেনীর মহিপালে শিক্ষার্থীদের বিক্ষোভে সরকারদলীয়দের হামলায় নিহত ৭ আহত শতাধিক শ্যামনগরে বজ্রপাত রোধে তালের চারা রোপণ শ্যামনগরে গলায় ওড়না পেঁচিয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা জুলাই অভ্যুত্থান গণতন্ত্র ও স্বাধীনতার লড়াইয়ের প্রতীক: রাষ্ট্রপতি জোরপূর্বক জমি আদায়ে ব্যর্থ পুত্র, খাবারে বিশ মিশিয়ে বাবাকে হত্যা অভয়নগরে চাঁদাবাজির অভিযোগে নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে অপসারণ

চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৪ জন খবরটি পড়েছেন

চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে কাজির দেউড়ির মোড়সংলগ্ন ক্লাবটির ৩০৮ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন জানান, রোববার বিকেল ৫টার দিকে হারুন-অর-রশিদ ক্লাবে ওঠেন। সকালে সাড়া না পেয়ে ক্লাব কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

১৯৭০ সালের ৬ সেপ্টেম্বর পদাতিক কোরে কমিশন পাওয়া হারুন-অর-রশিদ মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে কুমিল্লার ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে প্রথম পোস্টিং পান। পরবর্তীতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে জর্জিয়ায় বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীতে অ্যাকাডেমিক মনোভাবের জন্য পরিচিত তিনি আর্মি স্টাফ কলেজ এবং পদাতিক ও কৌশল স্কুলে শিক্ষকতা করেছেন।

২০০০ সালের ২৪ ডিসেম্বর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর পার্বত্য চট্টগ্রামে বিদেশি সার্ভেয়ার অপহরণের সময় তিনি সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন। অবসরের পর সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি হন। পরে ডেসটিনি গ্রুপের সভাপতি হিসেবে যোগ দেন এবং অর্থনৈতিক জালিয়াতির মামলায় গ্রেপ্তার হয়ে অসুস্থতা ও বয়সের কারণে জামিনে মুক্তি পান।

তার মৃত্যুতে সেনাবাহিনী, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযোদ্ধা সম্প্রদায় ও বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে। ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন বলেন, “আমরা শোকাহত।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews