বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ এখন আর শুধু স্বপ্ন বা প্রতিশ্রুতি চায় না, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। উন্নয়নের রাজনীতি, দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাকে বিএনপির অন্যতম মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি।
৪ আগস্ট বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যত দ্রুত সম্ভব এসব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে।
তারেক রহমান জানান, পাঁচ বছরে ২৫–৩০ কোটি গাছ লাগানো হবে, যা পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ভূমিকা রাখবে। স্বাস্থ্য খাতে নতুন নিয়োগের ৮০ শতাংশ আসবে যুবতী নারী থেকে, যা নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে সহায়তা করবে।
তিনি আরও প্রতিশ্রুতি দেন, সরকার গঠন করতে পারলে শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে। এই কর্মসূচিকে তিনি ‘মানুষ বাঁচানোর এন্টিবায়োটিক’ হিসেবে উল্লেখ করেন।
গত ১৭ বছরে রাজনৈতিক অধিকার ও বাকস্বাধীনতার জন্য আন্দোলন চালিয়ে আসা মানুষ ও শহীদ পরিবারকে সম্মান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের আস্থাই নেতৃত্বের আসল ভিত্তি। প্রশাসনিক সহায়তা দিয়ে নেতৃত্ব দেখানো যায়, কিন্তু জনগণের সমর্থন ছাড়া প্রকৃত নেতৃত্ব সম্ভব নয়।
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতারা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।