বিডিটেলিগ্রাফ ডেস্ক।
মাত্র ৬ রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ভারত। ওভালে অনুষ্ঠিত এই টেস্টে শেষ উইকেটটি তুলে নিয়ে হিরো হয়ে ওঠেন পেসার মোহাম্মদ সিরাজ। পুরো ম্যাচে তিনি শিকার করেন ৯টি উইকেট, যার মধ্যে শেষ ইনিংসেই ছিল ৫টি।
৩৭৪ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নামা ইংল্যান্ড জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকতে অলআউট হয় ৩৬৭ রানে। পঞ্চম দিনের সকালে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে মাঠে নামা ইংল্যান্ডের আশা টিকে ছিল, কিন্তু সিরাজের দারুণ স্পেলে মাত্র ৯.৩ ওভারে শেষ ৪ উইকেট হারায় তারা।
শেষ উইকেট জুটিতে এক হাতে ভাঙা কাঁধ নিয়ে ক্রিস ওকস এবং অ্যাটকিনসন লড়াই চালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সিরাজের এক দুরন্ত ডেলিভারিতে বোল্ড হন অ্যাটকিনসন, জয় নিয়ে উল্লাসে ফেটে পড়ে ভারতীয় শিবির।
এর আগে ভারত প্রথম ইনিংসে করে ২২৪ রান এবং ইংল্যান্ড করে ২৪৭। দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষে জয়সওয়াল করেন ১১৮ রান ও আকাশ দীপ করেন ৬৬ রান। শেষ দিকে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের অর্ধশতকে স্কোর দাঁড়ায় ৩৯৬-এ।
জবাবে ইংল্যান্ড শুরুটা ভালো করলেও জো রুট ও হ্যারি ব্রুকের জুটিতে আসে সবচেয়ে বড় অবদান—১৯৫ রান। দুজনেই পূর্ণ করেন শতক। তবে শেষদিকে সিরাজের স্পেলে ভরাডুবি হয় ইংলিশ ব্যাটিং লাইনআপের।
এই জয়ের ফলে সিরিজে সমতায় ফেরে ভারত, আর মোহাম্মদ সিরাজ প্রমাণ করেন কেন তিনি ভারতের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র।