কলাপাড়া প্রতিনিধি।
পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে ধরা পড়েছে প্রায় ২২ কেজি ওজনের একটি বিরল সামুদ্রিক কোরাল মাছ। শনিবার (১৬ আগস্ট) সকালে স্থানীয় জেলে আল-আমিন মাঝি মাছটি কুয়াকাটা বাজারে আনলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটির প্রতি কেজির দাম ওঠে এক হাজার ৬০৭ টাকা। ওজন হয় ২১ কেজি ৭০০ গ্রাম এবং মোট বিক্রি মূল্য দাঁড়ায় ৩৪ হাজার ৮৮০ টাকা। মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী খলিল, যিনি হাসিব ফিশের মালিক।
জেলে আল-আমিন জানান, প্রতিদিনের মতো ইলিশ ধরতে সাগরে গেলে লেম্বুর বন এলাকায় ভাসমান অবস্থায় মাছটি দেখতে পান তিনি। পরে জাল ফেলে ধরতে সক্ষম হন। তার ভাষায়, মাছটি তখনও জীবিত ছিল। প্রায় ৩৫ হাজার টাকায় বিক্রি হওয়ায় আনন্দ প্রকাশ করেন তিনি।