বিডিটেলিগ্রাফ ডেস্ক।
রাজধানী ঢাকায় রোববার (১৭ আগস্ট) সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকাসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একইসঙ্গে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৯৩ শতাংশ।
আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেটের পাশাপাশি অন্যান্য বিভাগেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব সময় দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণের আশঙ্কাও করা হয়েছে।