বিডিটেলিগ্রাফ ডেস্ক।
পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুরে দাম্পত্য কলহের জেরে স্ত্রীর কান ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁদড়া গ্রামে, অভিযুক্ত টিঙ্কু দেবনাথ পেশায় পরিযায়ী শ্রমিক।
ভুক্তভোগী ছবি দেবনাথ সোমবার থানায় অভিযোগ করেন, প্রতিবেশী এক নারীর সঙ্গে স্বামীর সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললে রোববার রাতে বাগ্বিতণ্ডা বাধে। এ সময় স্বামী তাকে মারধর করেন এবং কান টেনে ছিঁড়ে দেন।
চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত ছবিকে হাসপাতালে নিয়ে যান। পরদিন থানায় গিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন এবং স্বামীর শাস্তি দাবি করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত টিঙ্কু দেবনাথ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।