দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৩০ লক্ষ ৯ হাজার টাকার কারেন্ট জাল এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।
এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৫০ গ্রাম হেরোইন, ৩.৮ কেজি গাঁজা, ৩৫ পিস ইয়াবা, ১৯২ পিস সিলডিনাফিল ট্যাবলেট, ৮৯২ পিস সেনেগ্রা ট্যাবলেট এবং ৫৯০ কেজি অবৈধ কারেন্ট জাল।
মঙ্গলবার (১৯আগস্ট) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এসব তথ্য নিশ্চিত করেন। বিজিবি অধিনায়ক জানান, দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ৩০ লক্ষ ৯ হাজার টাকা।
তিনি আরও জানান, বিধি মোতাবেক ভারতীয় মাদকদ্রব্য এবং কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।