বিডিটেলিগ্রাফ ডেস্ক ।
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধি ও চিকিৎসা ভাতা এক হাজার টাকা করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মজিবর রহমান জানান, প্রস্তাব কার্যকর হতে অর্থ বিভাগের অনুমোদন প্রয়োজন।
শিক্ষক সংগঠন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট বলেছে, প্রস্তাব কার্যকর হলে আপাতত তারা আন্দোলনে যাবেন না। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করলেও সরকারের আশ্বাসে তা স্থগিত করা হয়।
দেশে বর্তমানে প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত প্রতিষ্ঠান ও সাড়ে পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী রয়েছেন। দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের জাতীয়করণসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছেন শিক্ষকরা।