বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বাংলাদেশের আর্থিক খাতে বড় ধরনের ধাক্কা আসছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৯টি নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে (এনবিএফআই) লিকুইডেশনের আওতায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
লিকুইডেশনে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো ফাস ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং, ফেয়ারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, অ্যাভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং। এসব প্রতিষ্ঠানের হাতে খাতটির অর্ধেকেরও বেশি খেলাপি ঋণ কেন্দ্রীভূত।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সরকারের নীতিগত অনুমোদনের পর আদালতের মাধ্যমে আগামী মাস থেকেই লিকুইডেশন প্রক্রিয়া শুরু হবে। এ প্রক্রিয়ায় আমানতকারীদের স্বার্থ রক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
অর্থনীতিবিদরা বলছেন, এ পদক্ষেপ একদিকে খাতে আস্থা সংকট তৈরি করলেও দীর্ঘদিনের অনিয়ম ও ঋণ কেলেঙ্কারি দূর করে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর সুযোগ তৈরি করবে।
সরকারের হিসাবে, লিকুইডেশন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৯ হাজার কোটি টাকা প্রয়োজন হবে।