বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বাংলাদেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন দেশে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি অব্যাহত থাকবে। ২৪ আগস্ট রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বহু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
২৫ ও ২৬ আগস্টে দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টি হতে পারে, তবে এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ২৭ আগস্ট থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।