রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
এর আগে শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে তিন দফা দাবি জানায় এবং দুপুর ১টার মধ্যে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দেয়। অন্যথায় সচিবালয় ঘেরাওয়ের হুমকি দেন তারা।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—৯ম গ্রেড প্রকৌশলী পদে নিয়োগে বাধ্যতামূলক পরীক্ষা ও বিএসসি ডিগ্রি, ১০ম গ্রেডের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের জন্য উন্মুক্তকরণ এবং বিএসসি ছাড়া প্রকৌশলী পদবির ব্যবহার বন্ধ।
এদিকে প্রজ্ঞাপন জারি না হওয়ায় সচিবালয়ে যাওয়ার পরিবর্তে আচমকা যমুনার দিকে মিছিল নিয়ে গেলে আইন শৃংখলা বাহিনির বাধার মুখে যমুনা চত্ত্বরে প্রবেশ করতে পারেনি। পুলিশ ছাত্রদের ঠেকাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।