নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে আ.লীগ নেতা রফিকুল মজুমদার(৪৫) নামের একজনকে আটক করা হয়েছে।
বুধবার ভোরে উপজেলার ধোপাদী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নওয়াপাড়া পৌর ৩ নং ওয়ার্ডের আ.লীগ নেতা রফিকুল মজুমদারের বিরুদ্ধে হত্যা মামলাসহ নাশকতা মামলা রয়েছে। গত ৫ আগষ্ট আ.লীগ সরকার পতন হওয়ার পর রফিকুল মজুমদার আত্মগোপণে চলে যায়। সেই থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটকের জন্য চেষ্টা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে আটক করে অভয়নগরের যৌথ বাহিনীর একটি চৌকস টিম।
আটককৃত রফিকুল মজুমদার উপজেলার ধোপাদী গ্রামের মমিন মজুমদারের ছেলে।
এবিষয়ে অভয়নগর থানার ওসি আব্দুল আলিম বলেন, রফিকুল মজুমদার নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।