জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. রফিকুল ইসলাম হিলালী।
শনিবার (৩০ আগস্ট) দীর্ঘ ১১ বছর পর জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাতে ফলাফল ঘোষণা করা হয়।সভাপতি পদে ছাতা প্রতীকে অধ্যাপক ড. মো: আনোয়ারুল হক পেয়েছেন ১২৭৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট মাহফুজুল হক চেয়ার প্রতীকে পেয়েছেন ২১১ ভোট। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গরুর গাড়ি প্রতীকে আব্দুল্লাহ আল মামুন খান রনি পেয়েছেন ৭২১ ভোট,ফুটবল প্রতীকে এস এম মনিরুজ্জামান দুদু পেয়েছেন ১৮ ভোট এবং মাছ প্রতীকে ড. রফিকুল ইসলাম হিলালী পেয়েছেন ৭৪৬ ভোট।জেলা বিএনপির এই সম্মেলনে জেলার ১০ উপজেলা ও ৫টি পৌরসভা মিলিয়ে মোট ১৫টি ইউনিটের মোট ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন। তারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক নির্বাচন করেন।
শনিবার দুপুরে জেলা সদরের মোক্তারপাড়া মাঠে শুরু হওয়া এই সম্মেলন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ব্যানার-ফেস্টুন আর তোরণে ছেয়ে যায়। সকাল থেকেই জেলার প্রতিটি উপজেলা থেকে শত শত নেতাকর্মী এসে দলে দলে যোগ দেন।
এই সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ আলমগীর, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।