গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে
গোবিপ্রবি প্রতিনিধি। একাডেমিক সহযোগিতা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সানচোন ন্যাশনাল ইউনিভার্সিটি (SCNU)-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)।
রবিবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে গোবিপ্রবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং সানচোন ন্যাশনাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর ড. বিয়ং-উন লি স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, শিক্ষক-গবেষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ শিক্ষা কার্যক্রম, দ্বৈত ডিগ্রি প্রদানসহ গবেষণা উপকরণ, একাডেমিক প্রকাশনা ও তথ্য বিনিময়ের সুযোগ তৈরি হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই সমঝোতা স্মারক দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।