বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি গঠনে নতুন নীতিমালা ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৩১ আগস্ট) প্রকাশিত গেজেটে বলা হয়েছে, একই ব্যক্তি টানা দু’বারের বেশি গভর্নিং বডির সভাপতি হতে পারবেন না এবং এ পদে মনোনয়ন পেতে হলে ন্যূনতম চার বছরের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই প্রবিধানমালার নাম দেওয়া হয়েছে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৫। ইতোমধ্যে ঢাকা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট শিক্ষা বোর্ডে এটি কার্যকর করা হয়েছে।
গেজেট অনুযায়ী, কোনো ব্যক্তি একই সঙ্গে একটির বেশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না। পাশাপাশি, কোনো ব্যক্তি সর্বোচ্চ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
প্রবিধান অনুযায়ী, সভাপতি পদে মনোনয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সর্বোচ্চ তিনজন প্রার্থীর নাম ও জীবনবৃত্তান্ত শিক্ষা বোর্ডে পাঠাবেন। এ তালিকায় সরকারি কর্মকর্তা, সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বা নির্দিষ্ট কারিগরি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা যাবে।
ম্যানেজিং কমিটির গঠনে শিক্ষক, মহিলা শিক্ষক, অভিভাবক ও মহিলা অভিভাবক প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের স্তরভেদে (প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) প্রতিনিধি সংখ্যা ভিন্ন হবে। সংযুক্ত প্রতিষ্ঠানে প্রতিনিধি সংখ্যা বাড়বে।
শিক্ষা মন্ত্রণালয় বলছে, নতুন নীতিমালা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে।