মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের শিবচরে তিন মাস বয়সী শিশুকন্যাকে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার মা রহিমা আক্তারের বিরুদ্ধে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শিশুসহ বাসা থেকে বের হলেও পরে একা ফিরে আসেন তিনি।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে রহিমা আক্তার স্বীকার করেছেন যে, তিনি শিশুটিকে ময়নাকাটা নদীতে ফেলে দেন। রাত সাড়ে ৮টার দিকে শিশুর লাশ উদ্ধার করা হয়।
পরিবার ও পুলিশের দাবি, রহিমা মানসিক ভারসাম্যহীন। শিশুর বাবা রফিকুল ইসলাম বলেন, স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ এবং অসংলগ্ন কথা বলছিলেন। পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।