বিডিটেলিগ্রাফ ডেস্ক।
রাজধানীতে অপরাধ দমন ও নাশকতা প্রতিরোধে ভোর ৫টা থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাত থেকেই শহরের বিভিন্ন জায়গায় টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানো হয়।
তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, প্রতিদিন ২৪ ঘণ্টা টহল চললেও ভোরের সাড়ে তিন ঘণ্টায় বিশেষ নজর দেওয়া হচ্ছে, কারণ এই সময় ছিনতাইকারী ও নাশকতাকারীরা সক্রিয় হয়ে ওঠে। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, অপরাধীদের চলাচল রোধে বাড়তি নজরদারি চলছে এবং দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, রাজধানীর স্বাভাবিক পরিস্থিতি রক্ষা ও গুজব ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বনানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের ঝটিকা মিছিলে মামলা দায়ের ও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাম্প্রতিক সময়ে রাজধানীতে ছিনতাই ও কিশোর গ্যাং কার্যক্রম বেড়ে যাওয়ায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বিশেষ করে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মহাসড়কে যানজটে আটকে থাকা যাত্রী ও চালকেরা বারবার ছিনতাইয়ের শিকার হচ্ছেন।