নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে গভীর রাতে ঘরের টিন কেটে ভিতরে ঢুকে এক নারীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার কাপাশহাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহত জেসমিন সুলতানাকে (৫০)উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতের বড় ভাবী শামিমা ইয়াসমিন জানান, প্রায় ১৫ বছর আগে জেসমিনের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়। এরপর থেকে তিনি একাই বসবাস করেন। স্থানীয় একটি মিল কারখানায় কাজ করে সংসার চালিয়ে এক ছেলেকে মাদ্রাসায় পড়ান। গ্রামের কারো সাথেই তার কোনো শত্রুতা নেই। কে বা কারা তার ওপর এভাবে হামলা চালালো তা বুঝতে পারছেন না তার পরিবার। তিনি আরও বলেন এভাবে নিরীহ মানুষের ওপর হামলা হলে আমরা কেউ নিরাপদ নই। প্রশাসনের কাছে আমাদের দাবি, জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
আহত জেসমিন উপজেলার কাপাশহাটি গ্রামের কাজী কামরুজ্জামানের মেয়ে। অভয়নগর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।