ডেস্ক নিউজ।
বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো আউন্সপ্রতি ৩ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দর ০.৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৫৫৪ দশমিক ৭৯ ডলারে, যা দিনের শুরুতে পৌঁছেছিল ৩ হাজার ৫৫৬ ডলারের রেকর্ডে।
একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৬২১ দশমিক ৩০ ডলারে। বিশ্লেষকরা বলছেন, ফেডারেল রিজার্ভের সুদহার কমার সম্ভাবনা এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধিই এই ঊর্ধ্বগতির মূল কারণ।
বিশেষজ্ঞদের মতে, স্বল্প থেকে মধ্য মেয়াদে স্বর্ণের দাম ৩ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৮০০ ডলার পর্যন্ত যেতে পারে, আর আগামী বছরের শুরুতে ৪ হাজার ডলারের কাছাকাছি পৌঁছানো সম্ভব।
শুধু স্বর্ণ নয়, অন্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। বুধবার সিলভারের দর দাঁড়ায় আউন্সপ্রতি ৪০ দশমিক ৯৭ ডলারে, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্লাটিনামের দাম বেড়ে দাঁড়ায় ১ হাজার ৪১৭ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ হাজার ১৪৮ ডলারে।