বিডিটেলিগ্রাফ ডেস্ক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে মারাত্মকভাবে আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ইমতিয়াজ আহমেদ সায়েম পাঁচ দিন পার হলেও এখনও অচেতন। নগরীর পার্কভিউ হাসপাতালে প্রথম অস্ত্রোপচারের পর থেকে তিনি লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসকদের মতে, তার কনশাস লেভেল ৮–৯ এর মধ্যে থাকায় এখনও আশঙ্কামুক্ত নন।
সায়েমের জন্য দ্বিতীয় অস্ত্রোপচারের সিদ্ধান্ত হলেও সর্বশেষ সিটি স্ক্যানে রক্তক্ষরণ না বাড়ায় তা হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল হলেও মস্তিষ্কে গুরুতর আঘাত রয়েছে। পরিবার আইসিইউর সামনে অপেক্ষা করছে।
অন্যদিকে, একই ঘটনায় আহত সমাজতত্ত্ব বিভাগের ছাত্র মোহাম্মদ মামুনকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে কেবিনে নেওয়া হয়েছে। মাথার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে, যা কয়েক মাস পর পুনরায় বসানো হবে। চিকিৎসকদের মতে, তাকে পুরোপুরি সুস্থ হতে দুই থেকে তিন মাস সময় লাগবে।
গত শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষে প্রক্টর, সহ-উপাচার্যসহ অন্তত ২০০ শিক্ষার্থী এবং স্থানীয়দের দাবি অনুযায়ী আরও ১০–১২ জন আহত হন।