দুবাইয়ে প্রায় ১২০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে সিআইডি। অভিযোগে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি ও তার স্ত্রী রুকমীলা জামান দুবাইয়ে ২২৬টি ফ্ল্যাট ক্রয়, একাধিক ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন এবং ব্যাংক হিসাবে কোটি কোটি টাকা লেনদেন করেন।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, দুবাইয়ে সম্পদ অর্জন ও ব্যবসা প্রতিষ্ঠার জন্য সরকারের কোনো অনুমতি নেননি সাইফুজ্জামান। এসব কর্মকাণ্ডকে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় সাইফুজ্জামান, তার স্ত্রী এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। সিআইডি জানিয়েছে, পাচারকৃত অর্থের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন ও সংশ্লিষ্টদের গ্রেপ্তারে তদন্ত চলছে।