চাঁদপুর প্রতিনিধি।
চাঁদপুরের শাহরাস্তিতে নিখোঁজের একদিন পর তিন বছরের শিশু তাসনূহার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বাড়ির পুকুর থেকে লাশটি পাওয়া যায়।
পরিবার জানায়, বুধবার দুপুরে নিখোঁজ হওয়ার পর খোঁজাখুঁজি এবং ডুবুরি অভিযানে শিশুটিকে পাওয়া যায়নি। পরে বাড়ির পুকুরে বস্তা ভেসে উঠলে তা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা শিশুটির চাচা রিপনের ঘরে রক্তের দাগ দেখতে পান। এ ঘটনায় চাচা রিপন ও তার স্ত্রী সাথী আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।