লক্ষ্মীপুর সংবাদদাতা।
লক্ষ্মীপুরের রামগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচার শাবলের আঘাতে সানোয়ার হোসেন (২৯) নামের এক ওয়ার্ড জামায়াত সভাপতি নিহত হয়েছেন। শনিবার দুপুরে কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতী বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত সানোয়ারের চাচা কামাল হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার সময় কামালের ছেলে রাকিব (২৫) ও রাহাত (২২) সানোয়ারের মা হাসিনা বেগম (৫৫) ও ভাই আরিফ হোসেনকেও মারধর করে গুরুতর আহত করে।
নিহতের স্ত্রী আরজিনা আক্তার জানান, তিনি গিয়ে দেখেন স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। সানোয়ারের মা অভিযোগ করেন, চাচা কামাল প্রকাশ্যে শাবল দিয়ে মাথায় আঘাত করেন।
রামগঞ্জ থানার ওসি আবদুল বারী জানান, দুজনকে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।