কেরানীগঞ্জ প্রতিনিধি।
ঢাকার কেরানীগঞ্জে মায়ের হাতে দুই বছরের শিশু হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে কলাতিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আব্দুর রহমান।
পুলিশ জানায়, মা মোছাম্মৎ আতিয়া শারমিন গলা কেটে ছেলেকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। সকালে খাটের নিচে শিশুর মরদেহ পাওয়া যায়।
প্রতিবেশীদের দাবি, শারমিন কিছুদিন ধরে মানসিকভাবে অস্বাভাবিক আচরণ করছিলেন। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বও চলছিল।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক জানান, শারমিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন এবং আদালতে রিমান্ড আবেদন করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।