দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ায় ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসামীসহ ২৩ হাজার পিস চকলেট বাজি, ১টি মোটরসাইকেল এবং মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল মদ, ১০৭০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।
রবিবার (০৭সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী পণ্যের সর্বমোট সিজার মূল্য-১০ লক্ষ ৭৩ হাজার টাকা।
বিজিবি অধিনায়ক জানান, আটককৃত আসামীকে চোরাচালানী মালামাল ও মোটরসাইকেল সহ গাংনী থানায় মামলা দায়ের করত হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।