1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সীতাকুণ্ডে নিখোঁজের দেড়মাস পর সিএনজি চালকের লাশের কংকাল উদ্ধার - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে নিখোঁজের দেড়মাস পর সিএনজি চালকের লাশের কংকাল উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ জন খবরটি পড়েছেন

বিশেষ প্রতিনিধি।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুর পাড় এলাকার পাহাড়ের ভিতর থেকে নিখোঁজের দেড়মাস পর সাহাব উদ্দিন নামে এক সিএনজি অটোরিকশা চালকের কংকাল উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়,রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মগপুকুর পাড়স্থ পাহাড়ে জায়গা মাপার জন্যে গেলে সেখানে কংকাল দেখতে পাই। পরনের কাপড় দেখে আমি আমার ভাইয়ের লাশের কংকাল বলে সনাক্ত করি। এসময় কংকালের পাশে একটি বিষের বোতল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে নিখোঁজের দিনই তিনি বিষ পান করে আত্নহত্যা করেন। নিখোঁজের দেড়মাস পরেও তার লাশের কংকাল পাওয়া গেলো।

খবর পেয়ে সীতাকুণ্ড মডেলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির কংকাল উদ্ধার করে। কামাল নামে এক ব্যক্তি কংকালটি তার ভাইয়ের বলে শনাক্ত করেন। কংকালটি উদ্ধারের পর চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করি।

তার বাড়ি,উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের হরিধনপাড়া গ্রামের আবুল বশরের ছেলে সাহাব উদ্দিন (৫৫)।সেই পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।এর আগে গত ২৬ জুলাই ভোর ৫টার সময় সাহাব উদ্দিন বাড়ি থেকে বের হন।এরপর আর বাড়ি ফেরেননি, আত্মীয়-স্বজনের বাড়ি ও সম্ভাব্য স্থানে খুঁজেও পাওয়া যায়নি। পরে স্ত্রী রোকসানা বেগম ২ আগস্ট নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি ( জিডি) করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews