ক্রিকেটে বাংলাদেশের দীর্ঘ ও গৌরবময় পথচলা নিয়ে এখনো কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের রূপায়ণ দেখা যায়নি। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এ নিয়ে প্রস্তাব পেশ করেছে দেশের একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান। তাদের আগ্রহ, দেশের ক্রিকেটকে ঘিরে একটি চলচ্চিত্র নির্মাণ, যেখানে কেন্দ্রবিন্দুতে থাকবে ১৯৯৭ সালের সেই ঐতিহাসিক আইসিসি ট্রফি জয়; যা দেশের ক্রিকেটের মানচিত্রই বদলে দিয়েছিল।
সোমবার (৮ সেপ্টেম্বর) এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বললেন, ‘গতকাল (রবিবার) আমাদের কাছে একটা সিনেমা নির্মাতা হাউস এসেছিল।
তারা একটা সিনেমা বানাতে চায়। তাদের সিনেমার বিষয়বস্তু: বাংলাদেশের আইসিসি ট্রফি জয়, ১৯৯৭ সালে কী ঘটেছিল। মিটিংয়ে আকরাম খানও ছিল।’এরপরই আকরাম খানকে নিয়ে বুলবুলের রসিকতায় হাসিতে ফেটে পড়ে গোটা মিলনায়তন।
বিসিবি বস বললেন, ‘আকরাম খানকে নিয়ে যখন কথা হচ্ছিল, তখন তিনি খুব লজ্জা পাচ্ছিলেন যে তার নায়িকা কে হবেন! কারণ, তিনি অধিনায়ক ছিলেন। তার ভূমিকাটা ছিল অনেক বড়। তিনি বলছিলেন, আচ্ছা আমি না হয়, সিনেমায় মাঝে মাঝে আসব, কিন্তু আমার নায়িকা কে হবে? ভাবিকে কিছু বলব না। তবে ওর চোখ, আগ্রহ ছিল অবিশ্বাস্য!’
এদিকে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ৮ দল নিয়ে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর এটিই দেশের দ্বিতীয় স্বীকৃত টি-টোয়েন্টি লিগ। তবে কেবল এটিই নয়, ওয়ানডে ফরম্যাটে আরেকটি নতুন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটির।
এ নিয়ে বুলবুল বললেন, ‘বাংলাদেশে বর্তমানে মাত্র একটি লিস্ট ‘এ’ টুর্নামেন্ট আছে। আমরা চাই ওয়ানডে ক্রিকেটকে আরও বিস্তৃত করতে দ্বিতীয় একটি ৫০ ওভারের প্রতিযোগিতা আয়োজন করতে। ভারতেও একাধিক লিস্ট ‘এ’ প্রতিযোগিতা হয়। আমরাও চাই আমাদের ক্রিকেটাররা খেলার সুযোগ পাক, দেশের প্রতিটি মাঠ যেন ক্রিকেটে ভরা থাকে। খেলার ঘাটতি না থাকলে স্বাভাবিকভাবেই নতুন ক্রিকেটার উঠে আসবে।’
তিনি এ-ও জানালেন, ‘রাজশাহীতে বয়সভিত্তিক স্তরে ইতিমধ্যেই ৫০ ওভারের একটি আঞ্চলিক টুর্নামেন্ট চালু হয়েছে। চট্টগ্রামে চলছে আঞ্চলিক টি-টোয়েন্টি প্রতিযোগিতা, যার ফাইনাল আজ। বিসিবি চাইছে, এই উদ্যোগ আরও সম্প্রসারণ করতে।’
নতুন এই টুর্নামেন্ট নিয়ে বিসিবি বস বললেন, ওয়ানডে ফরম্যাটে এনসিএল করার পরিকল্পনা রয়েছে, যা লিস্ট ‘এ’ ক্রিকেট হিসেবেই বিবেচিত হবে, যেখানে বিভাগীয় দল থাকবে।
এদিকে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন, আসন্ন এনসিএলে ক্ষুদে ক্রিকেটাররা মাঠে বসে বিনামূল্যে খেলা দেখতে পারবেন। সবমিলিয়ে ভেন্যু অনুযায়ী প্রতি ম্যাচেই ২০০-৩০০ ফ্রি টিকিট দেবে বিসিবি। মূলত জুনিয়র ক্রিকেটারদের জন্যই এমন আয়োজন বিসিবির।