বিডিটেলিগ্রাফ ডেস্ক।
এশিয়া কাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা, ফলে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এটি শ্রীলঙ্কার প্রথম ম্যাচ হলেও টাইগারদের জন্য দ্বিতীয়।
আগের ম্যাচের একাদশ থেকে বাংলাদেশে একটি পরিবর্তন আনা হয়েছে—তাসকিন আহমেদের বদলে খেলছেন শরিফুল ইসলাম।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কা, তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বেশ ভালো পারফর্ম করছে। ২০টি টি-টোয়েন্টির মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ১২টিতে আর বাংলাদেশ ৮টিতে। শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪টিতে।
আজ জয় পেলে সুপার ফোরে ওঠার পথ সহজ হবে বাংলাদেশের জন্য। তবে হারলে সেই সম্ভাবনা কঠিন হয়ে পড়বে।