শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে টানা চার দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, চট্টগ্রাম, সিলেটের কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
রবিবার ও সোমবার থেকে তাপমাত্রা সামান্য কমে আসতে পারে, তবে অন্য সময় তা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়াবিদরা বলছেন, টানা বৃষ্টির কারণে দেশের কোথাও কোথাও জলাবদ্ধতা ও নদ-নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে।