বিডিটেলিগ্রাফ ডেস্ক।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার পর শেখ সাইফুল ইসলাম (৩৮) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার স্বজনরা। তারা অভিযোগ করেন, বকশিশ না পেয়ে এক ক্লিনার অক্সিজেন খুলে নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই সাইফুল মারা যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অক্সিজেনের কোনো সংকট নেই এবং ক্লিনারের কাজ নয় রোগীর অক্সিজেন দেওয়া বা খোলা। ডাক্তারের অনুমতি ছাড়া অক্সিজেন সরানো অপরাধ বলে উল্লেখ করে উপপরিচালক ডা. সুজাত আহমেদ বলেন, অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।