গোবিপ্রবি প্রতিনিধি। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উৎপল চন্দ্র সরকার সভাপতি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাজমুল হাসান সরকার সাধারণ সম্পাদক এবং অ্যাপ্লায়েড অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তাওহীদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সভাপতি উৎপল চন্দ্র সরকার বলেন, “মানুষের সৌন্দর্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চিন্তা। আমি বিশ্বাস করি বিতর্ক মানুষের চিন্তা ও আত্মসচেতনতা সৃষ্টির মাধ্যমে ব্যক্তিকে নিজের সীমাবদ্ধতা অতিক্রম করতে সহায়তা করে। ভিন্ন মতামতের প্রতি শ্রদ্ধাবোধ এবং জ্ঞান আহরণের এই প্রতিযোগিতা বিতর্কের মাধ্যমে অব্যাহত থাকবে—এই প্রত্যাশাই করছি।”
সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান সরকার বলেন, “বিতর্ক সংগঠন কেবল চিন্তাই নয়, যোগ্য নেতৃত্ব ও ন্যায়ের শিক্ষা প্রদান করে। এটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে শাণিত করে। সর্বোপরি বিতর্ক আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব গঠনের অন্যতম হাতিয়ার।