দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করে শেষ ওভারেই শিরোপা নিশ্চিত করেছে ভারত। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ম্যাচে সুর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত ১৯.৪ ওভারে জয় পায়।
এই জয়ে বড় ভূমিকা রাখেন তিলক ভর্মা, যিনি দায়িত্বশীল ইনিংস খেলে অপরাজিত অর্ধশতক করেন। ম্যাচটি শেষ ওভার পর্যন্ত রোমাঞ্চ ধরে রেখেছিল।
ভারতের জয়কে ঘিরে সারা দেশে উৎসবের আমেজ তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে মিছিল ও জাতীয়তাবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে রাস্তাঘাট। ৪১ বছর পর ভারত-পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হওয়ায় ম্যাচটিকে ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে।
ম্যাচ শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, “খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই – ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।” এতে তিনি সাম্প্রতিক সীমান্ত সংঘাতের প্রসঙ্গও টেনে আনেন।
কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত “অপারেশন সিঁদুর” চালিয়েছিল। পাকিস্তান দাবি করে, অভিযানে ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং দেশটি পাল্টা হামলাও চালায়।