মামুন রণবীর,নেত্রকোণা।
জাতীয় পর্যায়ে কারিগরি (মাধ্যমিক) বিভাগে গুণী শিক্ষকের সম্মাননা পেয়েছেন নেত্রকোণার দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী।
বিশ্ব শিক্ষক দিবসে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
সোমবার (৬ অক্টোবর) অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার হাতে সম্মাননা তুলে দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এসময় বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, ইউনেস্কো ঢাকার প্রধান সমন্বয়কারী ড. সুশান বিজ, জেনারেল ড. সেলিম এম আল মালিক।
অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক (অব:) গোলাম মুস্তাফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে যোগদানের পর থেকে এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি বহুমাত্রিক প্রচেষ্টায় নিবেদিত রয়েছেন। পেশাগত দক্ষতা, নিষ্ঠা,পরিশ্রম আর সামাজিক দায়িত্ববোধে তিনি হয়ে উঠেছেন একজন সফল শিক্ষক।
অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী বলেন, এ সম্মাননা প্রাপ্তিতে আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করি পরিশ্রম কখনোই বৃথা যায় না। অত্র প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে আমি শিক্ষার্থীদের যথাযথ পাঠদান ও ভালো ফলাফল করতে সর্বদা সক্রিয় থেকেছি। নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় অনুপ্রাণিত করেছি। শিক্ষার্থীদের সুষ্ঠু,সুন্দর ভবিষ্যৎ গঠনে একজন শিক্ষকের ভূমিকা অনেক বড়। আমি আমার শিক্ষার্থীদের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে ভবিষ্যতেও কাজ করে যাবো।
জাতীয় পর্যায়ে এই শিক্ষকের এমন অর্জনে তার শিক্ষার্থী এবং সহকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। তারা এই গুণী শিক্ষককে অভিনন্দন বার্তায় সিক্ত করেছেন।