নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে ৭জন দালালকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৭জন দালালকে আটক করা হয়।
আটককৃতদের শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন ভ্রাম্যমান আদালত (মোবাইল কোট) পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় দালাল সাগর হোসেন রনি(২০), মিলন কুমার ঘোষ (১৮), রেজাউল গাজী (৪২) ও আল মামুন বাদসা (২৫) প্রত্যেককে দুই শত টাকা করে জরিমানাসহ ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এবং অচিন্ত কুমার বৈদ্য (৪৪), প্রসেনজিৎ কুমার মন্ডল (৩১) ও মর্জিনা বেগম (৬০) প্রত্যেককে দুইশত টাকা জরিমানা করে ও মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। প্রত্যেকে শ্যামনগর উপজেলার বাসিন্দা।
খুলনা সমন্বিত জেলা দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বলেন, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তাররা রোগী রেফার করে প্যাথলজি ও ক্লিনিকে পাঠায় এবং দালালদের মাধ্যমে হসপিটাল থেকে রোগীদের নিয়ে হসপিটালের পাশের বিভিন্ন প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে যাওয়া ও হাসপাতালের পরিবেশ সহ সার্বিক বিষয় নিয়ে অভিযোগ ছিল। তার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিকভাবে ডাক্তারদের অন্যত্র রোগীদের রেফার করার সত্যতা পাওয়া যায়। রোগী সেজে ডাক্তার দেখানোর সময় আমরা দালালের খপ্পরে পড়ি এবং হাসপাতাল থেকে সাত দালালকে হাতেনাতে আটক করা হয়। এছাড়াও আমরা কয়েকটি প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক থেকে কাগজপত্র সংগ্রহ করেছি। কমিশনকে আমরা জানাবো, জানানোর পর কমিশন যে সিদ্ধান্ত দেয়, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।