রফিকুল ইসলাম দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি। দেবহাটার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ অক্টোবর বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে উক্ত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সেলিমুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন প্রশিক্ষক এ্যাথলেটিক্স মোঃ রফিক-উল-ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদ পত্র বিতরণ করেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলিমুর রহমান, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মুফাচ্ছিনুল ইসলাম তপু, ও ক্রীকেট কোচ আলতাফ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যথাক্রমে মোস্তফা মনির, এমামুল এহসান,মোসফিকুল ইসলাম, সমরেশ স্বর্নকার,মনিরুল করিম,তপন কুমার বাইন, সাইদুজ্জামান ও জেছানুল করিম সহ কুলিয়া ইউনিয়নের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বৃন্দ। উল্লেখ, বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়,কুলিয়া এলাহিবক্স দাখিল মাদ্রাসা ও বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসার মোট ৪০ জন শিক্ষার্থী ১ মাস ব্যাপি প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন এবং সকল শিক্ষার্থী অতিথিদের কাছ থেকে প্রশিক্ষণের সনদ পত্র গ্রহণ করেন।